Sunday, 24 September 2017
ইভেন্ট হেডলাইন
×

Warning

Error loading component: com_languages, Component not found.

ইসলামী ব্যাংক,

 • ইসলামী ব্যাংক -এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

  ১৫ ফেব্রুয়ারী, ২০১৭ বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। কমিটির ভাইস চেয়ারম্যান ও আল জামিয়াতুস সিদ্দীকিয়া দারুল উলুম (মাদ্রাসা-ই-ফুরফুরা শরীফ)-এর মুহাদ্দিস ও মুফতী মাওলানা ছাঈদ আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ আবদুস সামাদ, অন্যান্য সদস্যবৃন্দ এবং ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো: আব্দুল হামিদ মিঞা উপস্থিত ছিলেন।

  ই৭/আরএস

 • ইসলামী ব্যাংক-সমধারা ৩য় কবিতা উৎসব অনুষ্ঠিত

   

  ইসলামী ব্যাংক-সমধারা ৩য় কবিতা উৎসব ২৩ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় সাপ্তাহিক সমধারা আয়োজিত কবিতা উৎসবে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। কবি ও কথা সাহিত্যিক কাইয়ুম নিজামীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কবি হেলাল হাফিজ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহিত উল আলম ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণকে সংবর্ধনা প্রদান করা হয়। উৎসবে দুই বাংলার ৩শ’ কবি অংশগ্রহন করেন। অনুষ্ঠানে ‘পদাবলির যাত্রা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। 

  ই৭/আরএস

 • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান এর প্রেসব্রিফিং অনুষ্ঠিত

  ৮ জানুয়ারি ২০১৭, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময় করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নবনির্বাচিত চেয়ারম্যান আরাস্তু খান । ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পিপিএম, পরিচালক প্রফেসর ড. কাজী শহীদুল আলম ও ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলমসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

  মতবিনিময়কালে আরাস্তু খান বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের অকুণ্ঠ বিশ্বাস, আস্থা ও ভালবাসার কারণে ইসলামী ব্যাংক সফলতা লাভ করেছে। দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত এই ব্যাংকের অভাবনীয় সাফল্য প্রমাণ করেছে শরী’আহভিত্তিক ব্যাংকিং পদ্ধতি প্রচলন করা সম্ভব। দেশে-বিদেশে এই মডেল গত ৩৪ বছর যাবৎ বিভিন্ন শরিয়াহভিত্তিক ব্যাংক স্থাপনের মাধ্যমে এর বাস্তবতা দৃশ্যমান হয়েছে।

  তিনি বলেন, ব্যাংক পরিচালনার ক্ষেত্রে ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা ও ইসলামী শরিআহ’র সকল বিধিবিধান কঠোরভাবে পরিপালন করা হবে। এ ক্ষেত্রে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠানিক লক্ষ্য ও উদ্দেশ্য সর্বদা অটুট রাখা হবে। তিনি বলেন, বিষয়টি গ্রাহক, শেয়ারহোল্ডার ও দেশবাসীকে আপনাদের মাধ্যমে পরিস্কারভাবে অবগত করতে চাই।

  তিনি বলেন, ইসলামী ব্যাংকের আমানত গ্রহন, অর্থায়ন সেবা ও বিনিয়োগসহ  সকল কার্যক্রম শরীআহ মোতাবেক সুদবিহীন এবং লাভ ক্ষতির ভিত্তিতেই পরিচালিত হবে। নিরাপদ ও কল্যাণমুখী খাতে এ ব্যাংকের বিনিয়োগ আরও সম্প্রসারণ করা হবে।

  তিনি বলেন, এ ব্যাংক শিক্ষা, স্বাস্থ্যসহ আর্ত মানবতা ও দুস্থ জনগোষ্ঠীর সেবায় সিএসআর কার্যক্রম পরিচালনা করবে। গ্রাহকদের আমানত সংরক্ষণসহ কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধার প্রতি আরও বেশি মনযোগ দেয়া হবে ।

  ই৭/আরএস