Sunday, 24 September 2017
ইভেন্ট হেডলাইন
×

Warning

Error loading component: com_languages, Component not found.

কুষ্টিয়ায় রোজা ও তাক্বওয়ার আলোকে মানবিক ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা

0
0
0
s2smodern
powered by social2s

কুষ্টিয়ায় রোজা ও তাক্বওয়ার আলোকে মানবিক ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুষ্টিয়ার শাখার আয়োজনে গতকাল ১৫ জুন বুধবার বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের রাজশাহী জোনের এক্সিকিউটিভ ভাইচ প্রেসিডেন্ট ও জোন প্রধান মো: ফয়জুল কবীর। ব্যাংকের কুষ্টিয়ার শাখার ভাইচ প্রেসিডেন্ট ও শাখা প্রধান মীর রহমতউল্লাহর সভাপতিত্বে আলোচনা করেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামীক ষ্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ. ছ. ম. তরীকুল ইসলাম, ইবির লালন শাহ হলের

প্রোভোষ্ট অধ্যাপক ডা: মোহাম্মদ ইকবাল হোসাইন। পরে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন বড় বাজার জামের মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম।-এস এম জামাল, কুষ্টিয়া