Sunday, 24 September 2017
ইভেন্ট হেডলাইন
×

Warning

Error loading component: com_languages, Component not found.

কল্যানপুরবাসীদের আয়োজনে পুনর্মিলনী এবং গুণীজন সংবর্ধনা

0
0
0
s2smodern
powered by social2s

আমরা কল্যানপুরবাসীদের আয়োজনে প্রথমবারের মতো ২২ জুলাই ২০১৬ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পুনর্মিলনী এবং গুণীজন সংবর্ধনা। সারাদিনব্যাপী বর্নাঢ্য এই আয়োজনে উপস্থিত থাকবেন কল্যাণপুরের পাঁচ শতাধিক পরিবার। যাদের মধ্যে থাকবে সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, ডাক্তার, শিল্পপতি, সমাজসেবক, শিক্ষার্থী সহ নানা শ্রেণীপেশার মানুষ।

কল্যানপুর এর স্থায়ী বাসিন্দা অথবা কমপক্ষে ১০ বছর বসবাস করে এমন ব্যাক্তিরা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য ফি ১০০০ টাকা (প্রতি জন) এবং ৭০০ টাকা (১০ বছরের কম বয়সী প্রতি জনের জন্য), এক কপি পাসপোর্ট সাইজ ছবি, কল্যাণপুর এর বসবাসকারী বাড়ীর পূর্ণ ঠিকানা জমা দিতে হবে। মহিলারাও এই পুনর্মিলনীতে অংশ গ্রহণ করতে পারবেন।

আয়োজনে দুপুরের খাবারের পর থেকেই শুরু হবে স্মৃতিচারণ, গুণীজনদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া, দাদা-নাতি প্রীতি ফুটবল ম্যাচ, রাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

(ই৭/আহ/আরএস)