Sunday, 24 September 2017
ইভেন্ট হেডলাইন
×

Warning

Error loading component: com_languages, Component not found.

সজল মোনালিসার ‘আমি তুমি ও সে’

0
0
0
s2smodern
powered by social2s

মাছরাঙা টিভিতে ৬ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় প্রচারিত হবে টেলিছবি ‘আমি তুমি ও সে’।
টেলিছবি ‘আমি তুমি ও সে’ রচনায় মীর সামী এবং পরিচালনায় নাহিদ বাবু।
কেন্দ্রীয় চরিত্র নাসিরের ভূমিকায় অভিনয় করেছেন সজল আর বিজলী চরিত্রে মোনালিসা।
মাছরাঙা টিভিতে ৬ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় প্রচারিত হবে টেলিছবি ‘আমি তুমি ও সে’।  টেলিছবি ‘আমি তুমি ও সে’ রচনায় মীর সামী এবং পরিচালনায় নাহিদ বাবু।  কেন্দ্রীয় চরিত্র নাসিরের ভূমিকায় অভিনয় করেছেন সজল আর বিজলী চরিত্রে মোনালিসা।সজল মোনালিসা ছাড়া আরও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নীপা খান, শান্ল, নাজমুল নয়ন, রাজেস, শাওন, জাকিব প্রমুখ।

কাহিনী সংক্ষেপ:
নাসিরের সঙ্গে বিজলীর পরিচয় সুমির মাধ্যমে। সুমি নাসিরের স্কুল জীবনের বন্ধু। একদিন সুমি এসে নাসিরকে বলে এই যে এই হলো বিজলী। ওর জন্য একটা মাইগ্রেশন ফরম এনে দে। ও মাইগ্রেশন করবে। ব্যস, এই টুকু পরিচয়। কয়েকদিন গেল এভাবে । লাইব্রেরীতে আর ক্যান্টিনে নাসির অন্য বন্ধুদের নিয়ে আড্ডা দিত। ধীরে ধীরে বিজলীও তাদের আড্ডায় নিয়মিত আসতে শুরু করে। নিজেদের মোবাইল নম্বরও আদান প্রদান হয়। এক রাতে অনেক সাহস নিয়ে নাসির ফোন দিলো। বিজলী ফোন ধরলো। নাসির কথা না বলে কেটে দিল। এরপর নাসির আবারও ফোন দিল। কথা চললো সারা রাত। এভাবেই নিয়মিত তাদের কথা চলতে থাকল। চলতে চলতে কখন যেন দুজন দুজনকে মন দিয়ে ফেলেছে তারা নিজেরাও জানে না। শুরু হয় আরেক গল্প। ভালোবাসার গল্প। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে প্রেমের টেলিছবি ‘আমি তুমি ও সে’।