Sunday, 24 September 2017
ইভেন্ট হেডলাইন
×

Warning

Error loading component: com_languages, Component not found.

বান্দরবানে তঞ্চঙ্গ্যাদের বিষু উৎসব শুরু

0
0
0
s2smodern
powered by social2s

নদীতে ফুল ভাসিয়ে দেয়ার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী বিষু উৎসব। ১৩ এপ্রিল ২০১৬, বুধবার সকালে বান্দরবানের সাঙ্গু নদীর তীরে ঐহিত্যবাহী পোশাকে সেজে পাহাড়ি তরুণ তরুণীরা কলাপাতায় করে ভক্তি শ্রদ্ধাভরে গঙ্গাদেবীর উদ্দেশে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভ কামনা করে। এ সময় সাঙ্গু নদীতে ফুল ভাসাতে শত শত তঞ্চঙ্গ্যা মা, শিশু-কিশোর, তরুণ-তরুণী, বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিড় জমায়। 

এছাড়াও বৃহস্পতিবার সকাল ৭ টায় নতুন বছরে পিঠা ও মিষ্টান্ন পরিবেশন এবং বিকাল সাড়ে ৩ টায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিকট আর্শীবাদ গ্রহণের মাধ্যমে পবিত্র জলে স্নান করানো ও সন্ধ্যা ৬ টায় সমগ্র জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কমানোর লক্ষ্যে বৌদ্ধ বিহারে প্রার্থনার মাধ্যমে ইতি টানা হবে বৈসাবি উৎসবের।

(ই৭/আহ)